স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী যোগদান করেছেন। বৃহষ্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় তিনি সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে যোগদান করেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি পপি’র নিকট থেকে প্রধান অতিথি ও নবাগত অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী দায়িত্বভার বুঝে নেন। তিনি ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন স্বনামধন্য ও দায়িত্বশীল শিক্ষক। এরআগে তিনি যশোর সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা’র অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। তার স্ত্রী বন্দনা রানী বিনেরপোতা অ্যাড. আব্দুর রহমান কলেজের উৎপাদন ও বিপনন বিষয়ের প্রভাষক। কলেজের আইসিটি মিলনায়তনে আয়োজিত দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও সাতক্ষীরা জেলা বিসিএস শিক্ষা ক্যাডার ইউনিটের সভাপতি প্রফেসর বাসুদেব বসু, উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান পলাশ, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক ও জেলা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ইউনিটের সাধারণ সম্পাদক অলিউর রহমান এবং সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের দীর্ঘদিনের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান মো. আকবর আলী, রসায়ন বিষয়ের প্রধান স্বপন কুমার মন্ডল, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মনিরুজ্জামান মহসিন ও শরীরচর্চা শিক্ষক সামছুল হুদা কবীর খোকন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের বিভাগীয় প্রধান শেখ হাবিবুল্লাহ, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম, সাবেক সহকারী অধ্যাপক আজহারুল ইসলামসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারি, রোভার স্কাউট সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।