
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের কার্যালয়ে সমিতির সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান মো. আব্দুর রব ওয়ার্ছি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন প্রাক্তন বিভাগীয় প্রতিনিধি জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ। এসময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার ৪৫জন সদস্যের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।