নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর গ্রামে কোবলা ও পৈত্রিক সুত্রে প্রাপ্ত স্বত্ত্বদখলীয় সম্পত্তি জবর দখল ও জোর পূর্বক গাছের আম পাড়ার প্রতিবাদ করায় জমির মালিক এ.টি.এম রইফ উদ্দীন সরদারকে মারপিট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের পর নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার। মামলার আসামী পক্ষ কর্তৃক মামলা তুলে নিতে চাপসৃষ্টি, খুন জখমের ভয়ভীতি সহ একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বাদীর পরিবারের বিরুদ্ধে। থানায় দায়েরকৃত এজাহার ও ভুক্তভোগী রইফউদ্দীন সুত্রে প্রকাশ, সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর মৌজার বি,এস ২২৫ নং খতিয়ান সাবেক ৩৪৬ এর হাল ৭৯৭ দাগের ০.২৮ একর সম্পত্তির রেকর্ডীয় মালিক এ.টি.এম রইফউদ্দীন সরদার। উক্ত সম্পত্তিতে বিভিন্ন প্রজাতির আম গাছ লাগানো আছে। দীর্ঘদিন ধরে দুর্বৃত্তরা উক্ত সম্পত্তি জবর দখলের পায়তারায় লিপ্ত রেেয়ছে। তার সুত্র ধরে গত ১০ মে বুধবার সকাল ৭ টায় দুর্বৃত্তরা বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে গাছের আম পাড়তে থাকে। এ সময় জমির মালিক রইফ উদ্দীন ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে দুর্বৃত্তরা রইফ উদ্দীন ও তার পুত্র মেহেদী হাসান সানকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত কাটাযুক্ত জখম করে। এ সময় দুর্বৃত্তরা এ.টি.এম রইফ উদ্দীনের গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ও মেহেদী হাসান সানের থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা জখমীদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় এ.টি.এম রইফ উদ্দীন বাদী হয়ে গত ১৩ মে সাতক্ষীরা সদর থানায় কাটিয়া লস্কর পাড়া এলাকার রাকিবুল হাসানের পুত্র ইব্রাহিম, উত্তর চাপড়া গ্রামের আনারুল গাজীর পুত্র সাইরুল গাজী, মৃত সবুজের পুত্র আনারুল গাজী, কাটিয়া লস্করপাড়ার মোফাজ্জেল হোসেনের পুত্র রাকিবুল, হাবাসপুরের এবাদুল্লাহর পুত্র আব্দুল মজিদ, মজিদের পুত্র সবুর ও আলামিন, রাকিবুলের স্ত্রী ফেরদৌস আরা, কন্যা লিমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার নং ২৮, তারিখ ১৩/০৫/২৩। মামলার এসব আসামীরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে মামলার বাদী এ.টি.এম রইফ উদ্দীনকে মামলা প্রত্যাহার করে নিতে হুমকী দিচ্ছে। এমনকি সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রইফ উদ্দীনের বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করেছে তারা। এ ঘটনায় প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী রইফ উদ্দীন।