
নিজস্ব প্রতিবেদক : জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামানের বিরুদ্ধে কথিত অভিযোগকারী সাজিয়ে সমাজসেবা অধিদপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমাজসেবা অধিদপ্তর থেকে তদন্তে এসে অভিযোগকারীকে খুঁজে না পে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম । বুধবার (১৯ নভেম্বর) সকাল দশটায় সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয় এমন ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায় সম্প্রতি শেখ দগির হোসেন নামে এক অজ্ঞাত ব্যক্তি সমাজসেবা অধিদপ্তরে সাতক্ষীরা জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকনুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ এনে এক লিখিত অভিযোগ করে। যেকারনে সমাজসেবা অধিদপ্তর থেকে বুধবার জেলা সমাজ সেবা কার্যালয়ে দতন্তের জন্য অধিদপ্তর কতৃপক্ষ প্রবেশন কর্মকর্তা শহিদুল ইসলাম তদন্তে আসে । অবাক করার বিষয় তদন্ত কর্মকর্তা বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করেও অভিযোগকারীর কোন সন্ধান পায়নি। এতে চরম ক্ষোভ প্রকাশ করে অবশেষে ফিরে গেলেন তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম।
অভিযোগের বিষয় তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান অভিযোগের ভিত্তিতে তদন্তে এসে দেখি অভিযোগকারীর কোন হদিস নেই। ধারণা করছি কেউ হয়রানি করার উদ্দেশ্যে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। হয়রানী করা ঐ ব্যক্তিকে সনাক্ত করে আইনেরর আওতায় আনার চেষ্টা করবো।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা বলেন অভিযোগকারী অভিযোগ করে তদন্তে হাজির হননি। ধারণ করা হচ্ছে? কেউ বিভ্রান্তি করার জন্য এমন একটি মিথ্যা অভিযোগ দায়ের করতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক সমাজসেবা কার্যালয়ের একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে জানান, কোন এক ব্যক্তি নিজস্বার্থ চরিতার্থ করতে এমন ভুয়া অভিযোগ করেছে।

