কামরুল হাসান, কলারোয়া: সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কলারোয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজকর্মী সদালাপী মোবারক হোসেন (৩৭)। তিনি উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের নিজ বাড়িতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান (ইন্না..রাজিউন)। বেশ কিছু দিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ শিশু পুত্র অভিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সদাহাস্যোজ্জ্বল ও মিশুক মোবারক হোসেন আলাইপুর গ্রামের মৃত আতিয়ার রহমান গাজীর পুত্র।
বৃহস্পতিবার সকাল ১০টার থেকে দিকে আলাইপুর উত্তরপাড়া (খালকান্দা) জামে মসজিদ চত্বরে নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় অংশ নেন কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলিমুর রহমান, মাওলানা আজিজুর রহমান, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক কামরুল ইসলাম সাজু, মুরারীকাটি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মাওলানা সুলতান আহমেদ লাল্টু, মাওলানা শামীম হোসাইন, হাফেজ মহিদুজ্জামান, ইলিয়াস হামিদী, কলারোয়া রড-সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর, রায়টা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ সোহেল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ বিএম আফজাল হোসেন পলাশ প্রমুখ।
জানাযা নামাজ পরিচালনা করেন মাওলানা আকছেদ আলী।
মোবারক হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।