আবু হাসান, কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের সফল উদ্যোক্তা নুরুল ইসলামের গল্প ২০ হাজার টাকার পুঁজি নিয়ে শাহী বেকারি প্রতিষ্ঠা করে ক,য়েক বছরে ৩০ লক্ষ টাকার মালিক হয়েছেন হালাল পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করেন। মো. নুরুল ইসলাম অভাব অনটনের সংসারে লেখাপড়া করার লক্ষ্যে এতিমখানায় ভর্তি হন, এরপর মাদ্রাসায় দাখিল পরীক্ষায় পাস করার পর লেখাপড়ার পাশাপাশি বেকারির কারিগরের সহযোগী হিসেবে কাজ করতে থাকে। এক সময় বেকারের মালিক মারা গেলে বেকারিটি বন্ধ হয়ে যায় অভাব অনাটন আর কাজ না থাকায়, সিদ্ধান্ত নিলেন নিজেই কারখানাটি ভাড়া নিয়ে উৎপাদনে যাবেন। পারিবারিক সকলের সঙ্গে কথা বললে বিভিন্ন প্রতিকূলতা সৃষ্টি হয়, তবুও থেমে না থাকার প্রত্যয় নিয়ে একক সিদ্ধান্তে শুরু হয় পথ চলা মাত্র ২০ হাজার টাকা নিয়ে শুরু হয় ব্যবসা। আজ শহরের জনপ্রিয় বেকারি শাহী বেকারি নামে পরিচিতি হয়েছে বেশ, কর্মসংস্থান করেছেন ২০-২৫ জন মানুষের। এ ব্যাপারে কথা বললে সফল উদ্যোক্তা মোঃ নুরুল ইসলাম বলেন ২০ হাজার টাকার পুঁজি নিয়ে আজ আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে মানসম্মত হালাল পন্য উৎপাদন করি, আগামীতে আরো মানুষের কর্মসংস্থান করার ইচ্ছা আছে। বিশেষ করে গরুর ফার্ম ও মুরগির খামার এছাড়া অসুস্থ ও অস্বচ্ছল মানুষদের অর্থনৈতিক সহযোগিতা করে সবসময় পাশে থাকেন। নতুনদের ব্যাপারে তিনি বলেন জয় পরাজয় থাকবে লক্ষ্য ও উদ্দেশ্য সঠিক থাকলে সফলতা আসবে ইনশাআল্লাহ।