
আহাদুর রহমান জনি:
সপ্তমবারের মত সাতক্ষীরা সদর উপজেলা কাব-ক্যাম্পেইনের পর্দা নামলো। ত্রিশটি প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনের কর্মযজ্ঞের সমাপনি হলো বৃস্পতিবার।
এবারের কাব ক্যাম্পেইনে সাতক্ষীরা সদর উপজেলার ২১০টি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয় ত্রিশটি প্রাথমিক বিদ্যালয়। প্রত্যেকটি স্কুল থেকে ৬জন শিক্ষার্থীসহ মোট ১৮০জন শিক্ষার্থী এতে অংশ নেয়। তাদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একজন করে টিম লিডার (শিক্ষক)। বাবা-মাসহ পরিচিতজনদের থেকে দূরে সম্পূর্ণ এক আলাদা দুনিয়ার সাথে পরিচিত হয়েছে শিক্ষার্থীরা। শিখছে কিভাবে মোকাবেলা করতে হয় কঠিন পরিস্থিতি। সাজিয়ে গুছিয়ে যার যার তাবু পরিপাটি করে রেখেছে কোমলমতি কচি-কাচারা। নানা বিষয়ে পারদর্শিতা অর্জন করছে। ত্রিশটি প্রাথমিক বিদ্যালয় দুটি ভাগে ভাগ হয়ে অংশ নেয় কাব ক্যাম্পেইনে। একটি গ্রুপের নাম বেতনা সাব ক্যাম্প অন্যটি কপোতাক্ষ সাব ক্যাম্প। এর মধ্যে শেষ দিনে বেতনা সাব ক্যাম্প থেকে প্রথম হয় নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্য দিকে টানা দু’দিন কপোতাক্ষ সাব ক্যাম্প থেকে কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম হয়েছে। কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয সাবিনা তাজরিন, রুবিনা খাতুন, সুরাইয়া ইয়াসমিন, আফরোজা খাতুন, আয়েশা খাতুন, আরিফা খাতুন। তাদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টিম লিডার প্রধান শিক্ষক মাহফুজা বুলবুল। তিনি জানান, ‘শিক্ষার্থীরা কাব-ক্যাম্পেইনে অংশ নিয়ে খুব খুশি। প্রতিদিনই তারা নতুন কিছু শিখছে। নিজেদের নতুন করে আবিষ্কার করছে।’

কপোতাক্ষ সাব ক্যাম্পে পর পর দুইবার প্রথম হওয়া কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাবু পরিদর্শনে সহকারি উপজেলা শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা ও সহকারি শিক্ষা অফিসার সঞ্জয় কুমার মন্ডল, সাথে আছেন টিম লিডার ও প্রধান শিক্ষক মাহফুজা বুলবুল।
কাব ক্যাম্পেই পরিদর্শন করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা ও সহকারি শিক্ষা অফিসার সঞ্জয় কুমার মন্ডল। তারা প্রত্যেকটি তাবু ঘুরে ঘুরে দেখেন। তারা বলেন, ‘নতুন কিছু শিখছে শিক্ষার্থীরা। অর্জন করছে নেতৃত্বের গুনাবলি। এসব শিশুরাই আগামীতে দেশে নেতৃত্ব দিবে।’ এধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, ‘আমাদের প্রত্যেকের সন্তানকে উচিত এরকম কার্যক্রমে স্বপ্রণোদিত হয়ে অংশ গ্রহণ করানো। ঘর থেকে বাইরে এসে বাইরের পৃথিবীর নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করার জন্য।’
অন্যদিকে সন্ধ্যায় মহা তাবুজলশা অনুষ্ঠিত হয়েছে। রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা স্কাউটস এর কমিশনার শাহাজাহান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের ডি আর সি এম ঈদুজ্জামান ইদ্রিস, সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক কাজী আফজাল বারীসহ সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কাব লীডারবৃন্দ।