নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ উপজেলার সন্যাসীররচক ইমামুদ্দীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদ্রাসার সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল বারী। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির (সহ-সভাপতি) মো. আয়ুব হোসেন। বক্তব্য দেন মাদ্রাসার প্রধান শিক্ষক নারগিস সুলতানা, সহকারী শিক্ষক আনারুজ্জামান, ক্বারি শিক্ষক আকরাম হোসেন, অভিভাবকদের মধ্যে এইচ এম সাইফুল্লাহ মুনসুর, হাফেজ আবদুল আজিজ প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন মাদ্রাসা সহকারী শিক্ষক আকরাম হোসেন। সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক শরিফুল ইসলাম।