
আব্দুর রশিদ: সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পৌর আ.লীগের সহযোগিতায় সাতক্ষীরা পৌর আ.লীগ’র ১নং ওয়ার্ড শাখার আয়োজনে শহরের আমতলা মোড়ে ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরা এক সময় অশান্ত ছিল। সাতক্ষীরার মানুষ বুঝতে শিখেছে। সাতক্ষীরার পরিবেশ অত্যন্ত শান্ত। আজ গোটা দেশকে জামায়াত-বিএনপি অশান্ত করতে চায়। সেই প্রতিবাদে আমরা শান্তি সমাবেশ করছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। উন্নয়ন, শান্তি ও স্বস্তিতে আছে মানুষ, তাই হরতাল ও অবরোধ চায়না সাতক্ষীরার জনগণ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সাতক্ষীরাসহ সারা দেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে যে কারণে সাতক্ষীরাসহ দেশের সাধারণ মানুষ আর হরতাল অবরোধ চায়না। দেশের মানুষ চায় উন্নয়ন ও শান্তি। বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাসী। তারা শান্তি সমাবেশের নামে জ¦ালাও পোড়াও করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে মানুষ হত্যা করেছে। তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত ভেবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। হরতাল অবরোধ করে দেশকে ধ্বংশের মুখে ঠেলে দিতে চাইছে। দেশের মানুষ জামায়াত-বিএনপিতে আর ক্ষমতায় দেখতে চায়না। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আ.লীগকে দেখতে চায়। জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।” এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সদস্য এসএম শওকত হোসেন, জেলা আ.লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, সাতক্ষীরা পৌর আ.লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আ.লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, পৌর আ.লীগের সহ-সভাপতি মীর মোশতাক আলী, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, পৌর ৪নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেন, যুব মহিলা আ.লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আয়েশা খাতুন খুকুমনি, মো. আব্দুর রশিদ, বেলাল হোসেন, মোহাম্মাদ আলী, আব্দুস সেলিম, আসাদুজ্জামান লাভলু প্রমুখ। এসময় আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান।