আহাদুর রহমান জনি: জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি এঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোড মডেল হিসেবে পরিচিত হয়েছে। তার নেতৃত্বে খেলাধুলাও আমরা অনেটকা অগ্রসর হয়েছি। এই খেলার মধ্য দিয়ে সবাইকে একটি ম্যাসেজ দিতে চাই সাতক্ষীরা হবে মাদকমুক্ত ও যে কোন সামাজিক ব্যাধি মুক্ত। সেই লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাপ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কথাগুলো বলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ লাইন্স মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আরও বলেন, বাংলাদেশ বিশ্বে খেলাধুলার মাধ্যমে বিশেষতঃ ক্রিকেট খেলার মাধ্যমে পরিচিতি লাভ করেছে। খেলা ও খেলোয়াড়দের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। খেলাধুলায় বাংলাদেশ আজ সারা বিশ্বে অনন্য স্বাক্ষর রেখেছে। পেশাগত কাজের পাশাপাশি দেহমন সুস্থ রাখতে এবং শরীর গঠন ঠিক রাখতে খেলাধুলা একান্ত প্রয়োজন, খেলাধুলা কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়। পুলিশ সদস্যরা রাতদিন পরিশ্রম করে। তাদের সুস্থ থাকা জরুরী।
ফাইনাল খেলায় জেলা পুলিশের রিজার্ভ অফিস ও সাতক্ষীরা সদর সার্কেল একাদশ অংশ গ্রহণ করে। রিজার্ভ অফিস একাদশের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সীজব খান ও সদর সার্কেল দলের নেতৃত্বে ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।
খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভাবে ১২১ রান সংগ্রহ করে সদর সার্কেল। পরবর্তীতে দুই বল হাতে রেখেই তিন উইকেটে জয় নিশ্চিত করে রিজার্ভ অফিস দল। মাঠে খেলাটি উপভোগ করেন ও পুরষ্কার বিতরণ করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
টুনামেন্টে ১৯৫ রান ও ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ মনোনীত হয়েছেন রিজার্ভ অফিস দলের রিয়াদ হোসেন। ২৪১ রান করে সেরা ব্যাটার আলামিন ও ১৫ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হন সদর সার্কেল দলের দেব কুমার।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠাণে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, মানুষকে সুস্থ থাকতে খেলাধ‚লার বিকল্প নেই।
খেলা উপভোগ করতে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃআতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), সাতক্ষীরা সহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সুধীজনরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।