নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর থানা পুলিশের নিয়মিত অভিযানে বিপুল পরিমান মাদক সহ দুই জন ব্যবসায়ী আটক হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় এসআই শাহজালাল, এএসআই জিয়াউর, এএসআই গোলাম মোস্তফা, এএসআই শাহানুর সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরস্ত লাবনী মোড় জনতা ব্যাংক এর নিচে সাতক্ষীরা ড্রাগ হাউজ থেকে মোট ৯ হাজার পিচ অবৈধ মাদকদ্রব্য টাপেনটাডল (ঞধঢ়বহঃধফড়ষ) ট্যাবলেট সহ পুরাতন সাতক্ষীরার সুভাষ দেবনাথের পুত্র রাজ দেবনাথ ও মাছখোলার মৃত আহম্মদ আলীর পুত্র তরিকুজ্জামান আটক করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, “গ্রেফতারকৃত আসামীরা বিক্রয়ের উদ্দেশ্যে এসব অবৈধ মাদক সাতক্ষীরায় আমদানি করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরূদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা প্রকিয়াধীন রয়েছে।
সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক-২
পূর্ববর্তী পোস্ট