প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলামের সহধর্মীনি আনোয়ারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ। শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা খাতুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবুসহ সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সকল নেতৃবৃন্দ। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ।
সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির শোক
পূর্ববর্তী পোস্ট