
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজানকে বহিষ্কার ও সদর উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মোঃ আব্দুল মান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ককে নিয়ে মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের মোঃ মিজানুর রহমানকে বহিষ্কার এবং সদর উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।