নিজস্ব প্রতিবেদক: সুলতানপুর বড়বাজার সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা শেখ আমিরুল হক এর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে সুলতানপুর বড়বাজার সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। বুধবার বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা সুলতানপুর শেখ পাড়ায় তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইন্না লিল্লাহি … রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি সকলকে কাঁদিয়ে তার স্ত্রী সন্তান সহ অসংখ্য গুণগ্রহী রেখে মহান আল্লাহর নির্দেশে অনন্তকালের শেষ ঠিকানায় চলে গেছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় সুলতানপুর ক্লাব মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। তার নিজস্ব বাসভবনে দাফন সম্পন্ন করা হবে। সুলতানপুর বড়বাজার মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা শেখ আমিরুল হক এর মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক জ্ঞাপন করে বিবৃতি জানিয়েছে সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শিহাব উদ্দিন, সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স. ম আব্দুর রব, সহ-সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, কোষাধ্যক্ষ আবুল বাশার সরদার, সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর বাবলু, মৎস্য শ্রমিক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ছবের আলী, কোষাধক্ষ্য মিজানুর রহমান, দপ্তর সম্পাদ গফফার , মনিরুল ইসলাম, নাজমুল হক মিঠু সহ বড়বাজার মৎস্য ব্যবসায়ী মালিক, শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ।
সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা আমিরুল হকের মৃত্যুতে শোক
পূর্ববর্তী পোস্ট