
প্রেস রিলিজ :
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কারিমুল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইয়াকুব আলী এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান সুমন, দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন, দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন,দৈনিক দিনের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খান এবং দৈনিক জনদর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম (হাফিজ)সহ সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ ।
সাক্ষাৎকালে কর্মকর্তারা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগ ও কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজ উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।