নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারকে দেখতে ও চিকিৎসার খোঁজ-খবর নিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলায় ৪৪৩ নং মুক্তিযোদ্ধা কেবিনে যান এবং চিকিৎসাধীন অসুস্থ্য সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন এমপি রবি। গত ০৯ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার অসুস্থ্যজনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে আবুল খায়ের সরদারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি অনেক ভাল আছেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের দ্রুত সুস্থ্যতা কামনা করে সকলের দোয়া চেয়েছেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার কাজী আরিফ আহমেদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন সফিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।