সাতনদী ডেস্ক: সাতক্ষীরায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে সদর উপজেলা আওয়ামীলীগ। রোববার বিকালে সদর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুর রশিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাবেক সভাপতি ইঞ্জি: মুজিবর রহমান, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক হারুনার রশিদ ও আওয়ামীলীগ নেতা এসএম শওকাত হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।