নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার ও সাধারণ সম্পাদক হয়েছেন শাহজাহান আলী। শনিবার সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে এ ঘোষণা দেওয়া হয়।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সিলেকশনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারকে সভাপতি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মো. গোলাম মোরশেদ, মো. আসাদুজ্জামান অসলে, সরদার নজরুল ইসলাম ও জি.এম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, মো. মোস্তাফিজুর রহমান নাসিম, গণেশ চন্দ্র মন্ডল ও সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন সফি, সামিউল ফেরদৌস পলাশ, শেখ মনিরুল হোসেন মাসুম এবং ১নং সদস্য এস.এম শওকত হোসেনের নাম ঘোষণা করা হয়।