
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের লস্করপাড়ার ফিরোজ হোসেন ও শাহজাহান এর বিরুদ্ধে ইভটিসিং ও অপহরনের অভিযোগ উঠেছে। লস্করপাড়ার ইভাকে ইভটিসিং ও অপহরনের দায়ে ইভার বাবা মতলেব গাজী সাতক্ষীরা সদর থানায় ফিরোজ ও শাহজাহান এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, শ্যামনগরের মোহাম্মদ আলী গাজীর পুত্র মতলেব গাজী তার স্ত্রী ও মেয়ে ইভাকে নিয়ে সদরের লস্করপাড়ার আছুম এর বাড়িতে ভাড়া থাকেন। ওই একই বাড়িতে ভাড়া থাকে আশাশুনি গুনাকরকাটির আব্দুল আজিজের পুত্র ফিরোজ হোসেন ও শাহজাহান। মতলেব গাজীর মেয়ে ইভা সাতক্ষীরা টাউন গার্লস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। বিভিন্ন সময় ইভার স্কুলে যাতায়াতের পথে তাকে প্রেমের প্রস্তাব দিত ইভটিসার ফিরোজ হোসেন ও শাহজাহান। প্রস্তাবে রাজি না হওয়ায় তারা ইভাকে অপহরণের পায়তারা চালাতে থাকে।
গত ৪ জুলাই ছোট ভাইয়ের বিয়েতে শ্যামনগরে যায় মতলেব গাজী ও তার স্ত্রী। এ সুযোগে লম্পট ফিরোজ শাহজাহানের সাহায্য নিয়ে বাড়ির সামনে থেকে ইভাকে জোরপূর্বক নিজের মটরসাইকেলে তুলে লাপাত্তা হয়ে যায়। অসৎ উদ্দেশ্য বা ভারতে পাচারের উদ্দেশ্যে ইভাকে তুলে নিয়ে গেছে বলে আশঙ্কা করছে ইভার পরিবার।