
নিজস্ব প্রতিবেদক: সদরের বালিথায় পারিবারিক সমস্যা সমাধানের সময় হামলায় বোন, বোনাই ও ভাই আহত হয়েছে। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এঘটনায় সদর থানায় অভিযোগ করা হয়েছে। জানা যায়, পারিবারিক গোলযোগ সমাধানের জন্য সোমবার আশাশুনির গুনাকারকাটির রনি তার ফুফাত ভাই সদরের মাটিয়াডাঙ্গা গ্রামের শাহমত গাজীর ছেলে ওমর ফারুক তার ভাই রেজাউল করিম ও চাচা মহিউদ্দি সদরের বালিথায় তার বনের বাড়িতে যায়। এসময় তারা বোনের শশুর বাড়ির পারিবারিক বিষয় নিয়ে ঘরোয়া আলাপ আলোচনা করার একপর্যায়ে তার বনের শ্বশুর লিয়াকত আলী সরদার, তার ছোট ছেলে এনামুল, মেয়ে মারুফা খাতুন, স্ত্রী নাসরিন খাতুন ও একই এলাকার মৃত জুম্মন সরদারের ছেলে আবু তালেব ক্ষিপ্ত হয়ে রনির ভগ্নিপতি ইব্রাহিম হোসেনকে মোটর সাইকেলের চেইনদিয়ে মারপিট শুরু করে। স্বামীকে মারতে দেখে ঠেকাতে গেলে শিরিনা খাতুনকেও দা দিয়ে কোপ দেয়। এতে তার কান কেটে রক্তাক্ত ও হাতে আঘাত লাগে। এদিকে বোনকে মারতে দেখে তার ফুফাত ভাই ওমর ফারুক এগিয়ে গেলে তারা রোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর আহত করে। এব্যপারে রেজাউল করিম বাদি হয়ে সদর থানায় এজাহার জমা দিয়েছে।