মাষ্টার আছাদুল ইসলাম, ধুলিহর (সাতক্ষীরা সদর) প্রতিনিধি: সদর উপজেলার ধুলিহরে পুলিশী অভিযানে এক চোর আটক হয়েছে। এ সময় চোরের স্বীকারোক্তিতে ৩টি সিলিং ফ্যান উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশী অভিযান চলাকালে ধুলিহর পুরাতন বাজারখোলা গ্রামের মোঃ হাসান আলী মন্ডলের পুত্র মাদকসেবী মোঃ আজগর আলী বাবু (২৭) আটক হয়। সাম্প্রতিক সময়ে ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নে কয়েকটি জায়গায় চুরির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে ৩টি সিলিং ফ্যান উদ্ধার হয়। এছাড়া তার সাথে এলাকার কয়েকজন চিহ্নিত চোর জড়িত ছিল বলে তাদের নাম ঠিকানা প্রকাশ করে।
ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই হাসানুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকার চিহ্নিত চোর, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সব ধরনের অপরাধ কর্মকান্ড ঠেকাতে পুলিশ সজাগ রয়েছে। ধৃত চোরকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত এক মাসে ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী ইউনিয়নের কয়েকটি জায়গায় একাধিক চুরি সংঘটিত হয়েছে।