
সংবাদ দাতা : গতকাল সরকারি কলেজ রোডে অবস্থিত স্বেচ্ছাসেবি সংগঠন ‘সজাগ’ এর ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজ রোডে অবস্থিত এ সংগঠনটি বিগত প্রায় দশ বছর ধরে দক্ষিণ কাটিয়া ও কলেজ রোড এলাকায় রাতে চুরি ডাকাতি ও অপরাধ প্রতিরোধে কাজ করে থাকে। আর সে জন্য ১৭ সদস্যের একটি পরিচালনা কমিটি আছে। এ কমিটির নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়। ৩৬০ জন ভোটারের ২৫৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ন‘টা হতে বিকেল চারটা অবধি বিরতিবিহীন এ ভোটে দুটো প্যানেলে প্রতিদ্বন্দিতা হয়। স্বপন- অলি পরিষদে,এজাজ আহমেদ স্বপন ১৫৭ ভোট পেয়ে সভাপতি পদে জয়লাভ করেন অপর প্যানেলের হাবিব- মুকুল পরিষদে হাবিবুর রহমান ভোট পেয়েছেন ৯৩ ভোট। এবং সাধারণ সম্পাদক পদে ওলিউল ইসলাম অলি ১৩৪ ভোট পেয়ে জয়লাভ করেন তার প্রতিদ্বন্দি তাহিয়াতুল হক মুকুল ১১২ ভোট পান।
অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সফিকুল ইসলাম লাল্টু। সহ সম্পাদক পদে সৈয়দ আজগার আলি বাবু ও অধ্যাপক হাবিবুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে রাজু আহমেদ, অর্থ সম্পাদক পদে এনামুল হক। তথ্য ও সমাজকল্যাণ সম্পাদক পদে সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক পদে আজিজুল হক মিলন। নির্বাহী সদস্য পদে কামরুজ্জামান লিটন, গোলাম মোস্তফা, জসিমউদ্দীন, মঞ্জুর কাদের, মনোরঞ্জন কুমার মন্ডল মিন্টু, শফিকুল আলম শফি ও অধ্যাপক হাবিবুল্লাহ।
সন্ধ্যা সাতটায় ভোট গননা শেষ হলে সজাগ‘র প্রধান উপদেষ্টা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন দু‘প্যানেল ও এলাকার গণ্যমান্য মানুষের সামনে ফলাফল ঘোষণা করেন। এ সজাগ‘র তিন নির্বাচন কমিশনার এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতি, সাবেক ব্যাংকার শেখ সিদ্দিকুর রহমান ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল , সজাগের উপদেষ্টা সৈয়দ রেজওয়ান আলি, মুনজুর হাসান, এম এম বিল্লাহ সহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।