
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর ফাযিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভা মনোনিত হয়েছেন মঈনউদ্দীন ময়না। তিনি সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলার চক মোহাম্মদালীপুর গ্রামের সামছুদ্দীন গাজীর ছেলে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কার্যালয়ের ইস্যুকৃত ইআবি/রেজি/প্রশা/ফা.গ.ব/খ-১৪৭/২০২৪/১৬৪২৪ স্মারকে এ তথ্য নিশ্চত করা হয়। ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন এ আদেশে স্বাক্ষর করেন। মঈনউদ্দীন ময়না বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তিত্ব। এছাড়া, তিনি একজন সমাজসেবী এবং তার প্রতিষ্ঠিত একটি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা।