নিজস্ব প্রতিবেদক:দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের তত্ত্বাবধানে উত্তর সখিপুর সরকারি প্রাথমিক স্কুলের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কার করা হয়েছে।
শুক্রবার (১১জুলাই) ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম তত্ত্বাবধানে ইউপি মেম্বার মোখলেছুর রহমান ও মহিলা মেম্বার সাজু পারভীনের পরিচালনায় সকাল থেকে সারাদিন ব্যাপি উত্তর সখিপুর সরকারী প্রাথমিক স্কুলের জলবদ্ধতা নিরসন ড্রেন পরিস্কার কার্যক্রম করা হয়।গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর সখিপুর সরকারি প্রাথমিক স্কুলের মাঠে হাঁটু সমান পানি থই থই করছে। যার ফলে কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে আসতে অসুবিধা হচ্ছে। এমনকি শিক্ষকদের পাঠদান ও ব্যাহত হচ্ছে। স্কুলের এই অসুবিধা নিরসনে চেয়ারম্যান সাইফুল ইসলামের স্কুলের মাঠের পানি সরানোর জন্য ড্রেন পরিস্কার করার এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। যার ফলে স্কুলের মাঠের পানি খুব দ্রুতই সরে যাচ্ছে। এলাকাবাসী আশা করছেন আজ-কালের মধ্যে ভারী বৃষ্টিপাত না হলে আগামী রবিবার থেকে কোমলমতি শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে স্কুলে আসার পরিবেশে তৈরি হবে।