
দেবহাটা ব্যুরো: ঈদুল আযহাকে সামনে রেখে দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে সুষ্ঠভাবে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের ৩ হাজার ১শ ৬০ জন দুঃস্থ ও অসহায়কে ১৫ কেজি হারে ভিজিএফ’র চাল বিতরন করা হয়। সকালে আনুষ্ঠানিক ভাবে ভিজিএফ’র চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবর আলী, পরিতোষ বিশ্বাস, জগন্নাথ মন্ডল, আব্দুল করিম, হাফিজুর রহমান সহ সকল ইউপি সদস্য এবং দায়িত্বরত ট্যাগ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।