স্টাফ রিপোর্টার: দেবহাটায় সখিপুর ইউনিয়ন পরিষদের ৮০ জন অপুষ্টি শিশুর পরিবারে মাঝে পুষ্টি সামগ্রী খাদ্য বিতরণ করা হয়েছে। ২৯শে জুন সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই খাদ্য সমগ্রী বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোখলেছুর রহমান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ গাজী, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাঃ নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছাঃ সাজু পারভীন, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি রেহানা খাতুন, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য জুলেখা খাতুন, রাইট টু গ্রো প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলেটেটর , সিএসও ফোরামের সদস্যবৃন্দ, অপুষ্ট শিশুর অভিভাবকরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধিগণের কাছ থেকে তার ইউনিয়নের অপুষ্টি শিশুর তালিকা গ্রহণ করেন এবং উন্নয়ন সহায়তা তহবিলের টাকা দিয়ে অপুষ্টি শিশুদের জন্য পুষ্টি কনা ও অন্যান্য পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী প্রদান করেন।
উল্লেখ্য যে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রকল্পের মাধ্যমে দেবহাটায় অপুষ্টি দুরীকরণে কাজ শুরু করে। পরে ইউনিয়ন ভিত্তিক তালিকা প্রস্তুত ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্ভুদ্ধ করে সরকারি বরাদ্দ থেকে পুষ্টিকর সামগ্রী প্রদান করে। যা প্রতিবছর চলমান রয়েছে।