দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনে আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সখিপুর আহছানিয়া মিশনের আয়োজনে মিশন চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানীয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাইদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ নজরুল ইসলাম, সখিপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন নলতা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ গোলাম কিবরিয়া। দ্বিতীয় বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠান পরিচালনা করেন সখিপুর আহছানিয়া মিশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সখিপুর আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান।