
লিটন ঘোষ বাপি, দেবহাটা: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান বলেন, স্থানীয় সরকার বিভাগ হলো সকল উন্নয়ন কর্মকান্ডের মূল চালিকা শক্তি। আমরা জন প্রতিনিধিগন দায়িত্ব পালন করছি, আমাদের প্রায় বরাদ্দ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে পেয়ে থাকি। তাই শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা তুলে না ধরলেই নয়, শেখ হাসিনা সরকার, কৃষিবান্ধব সরকার। সারাদেশে কৃষি উপকরণ কার্ডে মাধ্যমে প্রায় ২ কোটি ৫ লক্ষ ৯৯ হাজার ৮৬৯ জন কৃষকে কৃষি সহায়তা দিয়েছে। কৃষক কে ফসল উৎপাদনের জন্য ঋণ দিয়েছে। ২০০৬ সালে বয়স্ক ভাতা সুবিধাভোগীর সংখ্যা ছিল ১৬ লক্ষ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নিয়ে এসেছে ৫৮ লক্ষ ১ হাজার। এছাড়াও আরো অনেক উন্নয়নের কথা তুলে ধরে, বলেন এই সরকার থাকলে গ্রাম হবে শহর। বাংলাদেশের মানুষ ক্ষুধা মুক্ত থাকবে। ইউপি সচিব মোঃ গোলাম রব্বানীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুর মোহাম্মদ গাজী, মোখলেছুর রহমান, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, শেখ মোয়াজ্জেম হোসেন, আবুল হোসেন, আবুল কালাম, মোছা. সাজু পারভীন, রেহানা খাতুন, জুলেখা খাতুনসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দ।