জাতীয় ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থী ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার পক্ষের বলে বিবেচিত হবেন তাদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সেইসঙ্গে অতীতে যেসব রাজনৈতিক ব্যক্তি সাম্প্রদায়িক ও ধর্মান্ধ ভ‚মিকা পালন করেছেন এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জায়গা-জমি জবরদখল, ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও নির্যাতনে যুক্ত থেকে ধর্মীয় অনুভ‚তিতে আঘাত করে সংখ্যালঘু স্বার্থবিরোধী কাজে লিপ্ত থেকে বর্তমানে প্রার্থী হয়েছেন তাদের ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
শনিবার (২৩ ডিসেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় বর্ধিত সভায় এসব সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের নেতারা। সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনী প্রচারে ঐক্য পরিষদের ব্যানার, পোস্টার, লিফলেট ব্যবহার করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
সংখ্যালঘু স্বার্থবিরোধীদের কোনোভাবেই ভোট নয় : ঐক্য পরিষদ
পূর্ববর্তী পোস্ট