
রুবেল হোসেন: সৎসঙ্গের প্রতিষ্ঠাতা যুগপুরুষোত্তম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রপৌত্র শ্রী শ্রী বিংকি দাদা (ড.অনিন্দ্যদ্যুতি চক্রবর্তী) সাতক্ষীরা আসছেন আগামীকাল সোমবার। এ উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা জেলা সৎসঙ্গ কেন্দ্র সেজেছে বর্নিল সাজে। শ্রী শ্রী ঠাকুরের উত্তরসূরীকে অভ্যার্থনা জানাতে অধির আগ্রহে অপেক্ষা করছেন সাতক্ষীরার ভক্তমন্ডলী।
জানা গেছে সাতক্ষীরা শহরের রথখোলায় জেলা সৎসঙ্গের শ্রী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ খুলনা, কয়রা পাইকগাছা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মন্দির উদ্বোধন ও সৎসঙ্গের কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে সোমবার (১২ ডিসেম্বর) সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসবেন তিনি। জেলা সৎসঙ্গের দায়িত্বশীল সুত্র মতে আগামীকাল সকাল ৯ টায় ভোমরা স্থল বন্দর দিয়ে বাংলাদেশে আসবেন তিনি। এর পর সাতক্ষীরা জেলা সৎসঙ্গ কেন্দ্রে অবস্থান শেষে বেলা ১১ টায় শ্রী মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঐদিন পাইকগাছা সৎসঙ্গের উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন তিনি।
মহতী এই কর্মযজ্ঞে সকল ইষ্ট্রপ্রাণ দাদা ও মায়েদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সাতক্ষীরা জেলা সৎসঙ্গের সম্পাদক শ্রী গৌতম ঘোষ (এসপিআর) অনুরোধ জানিয়েছেন।