
নিজস্ব প্রতিবেদক: সদরের শ্রীরামপুর গাংআটী পাড়ায় স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে অন্যের স্ত্রীকে মোবাইলে ডেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় বেরসিক জনতার হাতে আটক দুই জন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আরশাদ আলী সরদারের পুত্র সুমনের বাড়িতে। জানা যায়, শ্রীরামপুর গ্রামের আরশাদ আলী সরদারের পুত্র সুমন (৩৪) বিবাহ করার পর থেকে তার স্ত্রীকে প্রায় মারপিট ও নির্যাতন করত। তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকার কারনে তার স্ত্রী বেশির ভাগ সময় বাপের বাড়িতে থাকত। সেই সুযোগে সুমন অনেক মহিলার সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ে। প্রতিবেশিরা আরোও জানান, সুমন তার স্ত্রী বাড়িতে না থাকায় এবং তার মা বৃদ্ধ হওয়ার সুযোগে মাঝে মাঝে তার বাড়িতে গোপনে বিভিন্ন নারী নিয়ে ফূর্তি করে। গত শুক্রুবার সুমন তার বাড়ীর পাশ^বর্তী বহেরা গ্রামের এক সন্তানের জননী প্রেমিকাকে মোবাইল ফোনে তার বাড়িতে ডেকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে গোপনে সুমনের স্ত্রীকে জানায়। সংবাদ পেয়ে সুমনের স্ত্রী দ্রæত ঘটনাস্থলে পৌছালে এলাকাবাসীর সহোযোগিতায় তাদের দুইজনকে একসাথে আটক করে। বিষয়টি সদর থানাকে জানালে সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।