ওমর ফারুক মুকুল: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নকে মাদক মুক্ত করার লক্ষে শ্রীরামপুর তরুন সংঘের উদ্যোগে লক্ষ টাকার ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় শ্রীরামপুর ফুটবল মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন ৬নং ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী। উদ্বোধনী খেলায় গাজীরহাট প্রগতি সংঘ একাদশ ও বন্ধুমহল ফুটবল একাদশ কালিগঞ্জ পরস্পরের মুখমুখি হয়। খোলায় বন্ধুমহল ফুটবল একাদশ ২-১ গোলে জয় লাভ করে । এসময় আরো উপস্থিত ছিলেন ৬নং ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, প্যানেল চেয়ারম্যান মোনাজাত আলী, শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের অধ্যক্ষ নাজমুন সাদাৎ আজাদী, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালেক বাবলু ও সাধারন সম্পাদক শওকত আলী গাইন, বীর মুক্তিযোদ্ধা বাবু গৌরপদ মন্ডল ও আজিজুর ইসলাম, সাবেক ইউপি সদস্য বজলুর রহমান, ভোমরা স্থল বন্দর হ্যান্ডিলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাবলু ও সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, শ্রীরামপুর তরুন সংঘের সভাপতি হুমায়ন কবির ও সাধারন সম্পাদক মহিদুল ইসলাম। খেলায় রেফারির দায়িত্ব ছিলেন আব্দুল গফ্ফার,কাননও সঞ্জয় বিশ^াস। খেলা পরিচালনা করেন জাতীয় রেফারি রফিক-উল ইসলাম খান।
শ্রীরামপুরে লক্ষ টাকার ৮দলীয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট