
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের শ্রীরামপুরে পাওনা টাকা চাওয়ায় রান্নাঘর ও গোয়াল ঘর ভাংচুর করে আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতি সাধন করার অভিযোগ পাওয়া গেছে। সদর থানার অভিযোগ সূত্রে জানা যায়, সদরের ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নজরুল ইসলাম গাইনের পুত্র অভিযোগ কারী মন্টু গাইন(৩১) একজন ইটভাটার শ্রমিক সরদার। সে ইট ভাটার শ্রমিকদের দেওয়ার জন্য অভিযোগের বিবাদী তার সৎ ভাই রিপন গাইন এর কাছে এক লক্ষ বিশ হাজার টাকা জমা রাখে। কিন্তু রিপন গাইন উক্ত টাকা গুলো শ্রমিকদের না দিয়ে নিজে আত্নসাৎ করে। টাকা চাইলে সে আজকাল করে ঘুরাতে থাকে। টাকার জন্য বেশি চাপা চাপি করলে রিপন গাইন টাকা না দিয়ে অভিযোগ কারী মন্টু গাইন কে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিতে থাকে , তারই জের ধরে গত ১৩ই জানুয়ারী ২০২১ ইং তারিখ আনুঃ সকাল ১০টায় রিপন গাইন কুড়াল ও শাবল দিয়ে অভিযোগ কারী মন্টু গাইনের গোয়াল ঘর ও রান্নাঘর ভাংচুর করে আনুঃ একলক্ষ টাকার ক্ষতি সাধন করে। অভিযোগ কারী ও তার স্ত্রী অত্র ভাংচুরে বাঁধা দিলে তাদেরকে খুন জখম করবে বলে চড়াও হয়। এ ব্যাপারে ভুক্তভোগী মন্টু গাইন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।