নিজস্ব প্রতিবেদক: জমিজমা সংক্রান্ত বিরোধ ও চলাচলের রাস্তায় বাঁধা সৃষ্টির প্রতিবাদের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে নারীসহ তিন জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর এলাকায়। এঘটনায় গুরুত্বর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন, শ্রীরামপুর এলাকার বাবলু বিশ্বাস এর স্ত্রী খারুন্নেছা, স্বামী বাবলু বিশ্বাস ও ছেলে মেহেদী হাসান। এঘটনায় গুরুত্বর আহত শ্রীরামপুর এলাকার বাবলু বিশ্বাস এর স্ত্রী খারুন্নেছা বাদী হয়ে শনিবার বিকালে সদর থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।
আহতরা জানান, গত শুক্রবার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ও চলাচলের পথ জোরপূর্বক বন্ধ করায় তার প্রতিবাদ করায় শ্রীরামপুর এলাকার মৃত মোস্তার আলী বিশ্বাস এর ছেলে নজরুল বিশ্বাস, কারিমূল, পিতা- মৃত জিয়াদ আলী, সাং-শাখরা, মোছাঃ আয়শা খাতুন, জং-নজরুল বিশ্বাস, হাবিবুল্লাহসহ ১০/১২ জন দা, লোহার রড়, ও লাঠি নিয়ে সন্ত্রাসী ষ্টাইলে আমাদের উপর হামলা করে রক্তাত্ব জখম করে। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। হামলার সময় নগট টাকা, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
হামলায় আহতদের খোজ খবর নিতে শনিবার বিকালে সদর হাসপাতালে যান এস আই হাফিজুর রহমান।
এ ব্যাপারে ভূক্তভোগীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।