
বিশেষ প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারি ভিজিএফ এর চাউল ওজনে কম দেয়ায় গ্রহীতারা চাউল মেপে দেখায় চেয়ারম্যান পুত্র কয়েকজনকে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সরকার সারাদেশের গরীব অসহায় মানুষের জন্য ১০ কেজি করে চাউল বরাদ্ধ করে। সে মোতাবেক আশাশুনির শ্রীউলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গত কয়েকদিন যাবৎ ঐ ইউনিয়নের গরীব-দুস্থ-অসহায় মানুষের মাঝে চাউল বিতরন করা হয়। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সহ অন্যান্য কয়েকটি ওয়ার্ডের বাদপড়া মানুষের মাঝে চাউল বিতরন করা হয়। সরকারী বরাদ্ধের প্রাপ্ত চাউল পরিমানে কম হতে পারে এই ধারনায় কয়েকজন প্রাপক বৃহস্পতিবার সকালে ইউনিয়নের মহিষকুড় বাজারে মিটারে করে চাউল মেপে দেখতে থাকে। এ ঘটনা জানাজানি হলে সেখানে আস্তে আস্তে লোক সমাগম হয়। এ সময় ঐ বাজারের ব্যবসায়ী মহিষকুড় গ্রামের শহিদুর মোল্যার পুত্র আরিফুর রহমান মোল্যা (৩৫) সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও সেখানে উপস্থিত হয়।
স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেয়া কয়েকজনের চাউল সেখানে মেপে দেখা যায়, মহিষকুড় গ্রামের হামেজদ্দীন মোল্যার পুত্র নুরুল মোল্যার প্রাপ্ত চাউল হয়েছে ৭ কেজি ৭০০ গ্রাম, ছোট্টু গাজীর স্ত্রী মজি খাতুনে প্রাপ্ত চাউল হয়েছে ৭ কেজি, আনসার মোল্যার প্রাপ্ত চাউল হয়েছে ৭ কেজি, ইলাহি গাজীর পুত্র মোনাজাত এর প্রাপ্ত চাউল হয়েছে ৮ কেজি, খোকন গাজীর প্রাপ্ত চাউল হয়েছে ৮ কেজি এবং আফাজউদ্দীন মোল্যার পুত্র আজিজুল মোল্যার প্রাপ্ত চাউল হয়েছে ৭ কেজি ৫০০ গ্রাম।
চাউল মাপার এই দৃশ্যটি কয়েকজন উৎসুক যুবক ভিডিও ধারণ করে যেখানে প্রাপ্ত চাউলের উপরোক্ত ব্যক্তিবর্গ ইউনিয়ন পরিষদ প্রদত্ত চাউল ওজনে কম দেয়া হয়েছে বলে অভিযোগ করে এবং এর জন্য দায়ীদের উপযুক্ত বিচার দাবী করে। মিটারে চাউল কম হওয়ার ভিডিওটি পরবর্তীতে ফেসবুকেও ছড়িয়ে পড়ে। বিষয়টির সত্যতা জানার জন্য উপরোক্ত ব্যক্তিদের কয়েকজনের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টির সত্যতা স্বীকার করেন।
এদিকে স্থানীয় তামিম ও ব্যবসায়ী আরিফুর রহমান জানান, মহিষকুড় বাজারের ব্যবসায়ী হাফিজুল, ফারুক ও নুরুজ্জামান মোল্যার দোকানের সামনে চাউল মাপার বিষয়টি জানতে পেরে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল এর পুত্র উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ ০১৭২৪ ৭৮৯১৮৫ মোবাইল নম্বর থেকে তামিমের ০১৯১০ ৬৯০২৩৫ মোবাইল নম্বওে সকাল ১১টা ৪০ মিনিটে ও ১১টা ৫৬ মিনিটে দু’দফা ফোন কওে তামিমকে হুমকি দেয়। এ সময় সে আরিফুর মোল্যা কোথায় তাকে দেখে নেয়া হবে বলে হুমকি দিয়েছে বলে তামিম জানায়।
আরিফুর ও তামিম সহ স্থানীয় আরও অনেকে জানায়, এ ঘটনার কিছু পরে দুপুর পৌনে ১টার দিকে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারা চাউল মাপছে, তাদের তামা তামা করে ফেলা হবে বলে ফাঁকা আওয়াজে হুমকি দিয়ে চলে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।
এ ব্যাপারে চেয়ারম্যান পুত্র সাদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৮ হাজার লোকের চাউল দেয়া হয়েছে তাতে ২/১ কেজি কম পড়তে পারে। অভিযোগকারীরা সবাই বিএনপি/ ছাত্রদল কর্মী উল্লেখ করে তিনি আরও বলেন, তারা মহিষকুড় বাজারে লোকজনের চাউলের বস্তা কেড়ে নিচ্ছিল তাই তাদেরকে সতর্ক করা হয়েছে। তাদেরকে কোন হুমকি দেয়া হয়নি।
এ ব্যাপারে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।