আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলায় জরাজীর্ণ বেড়ীবাঁধ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের হাজরাখালি মাঠ সংলগ্ন এলাকা থেকে ২০০মিটার ও পুইজালা সুইচ গেট এলাকা হতে ৫০০মিটার জরাজীর্ণ বেড়িবাঁধ মাটি দিয়ে সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এসময় তিনি বলেন, আমার ইউনিয়নে যেসব জায়গায় ভাঙ্গা বা চিকন বেড়িবাঁধ রয়েছে সব কয়টি জায়গায় ঠিকাদার নিয়োগ হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি এবং আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর পরামর্শে তাড়াতাড়ি এসব বেড়িবাঁধের সংস্কার কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে কথা বলা হয়েছে। এসময় তিনি এসব বেড়িবাঁধ সংস্কারে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। জরাজীর্ণ বেড়ীবাঁধ সংস্কার কাজের উদ্বোধনকালে এসময় ইউপি সদস্য ইয়াছিন আলি, পানি উন্নয়ন বোর্ডের ফিল্ড ওয়ার্কার রাজু ঘোষ, ঠিকাদার কামাল হোসেন ও সহকারি আজিজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।