সাতনদী অনলাইন ডেস্ক: তিনবছর গোপনে প্রেম করে সম্প্রতি প্রেমিকাসহ নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় (ঝিনুক)। মডেল দামিনী ঘোষের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। এমনটাই জানা গেছে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে।
প্রেমিকার পরিচয় প্রকাশ্যে আনার পর থেকে আলোচনায় ঝিনুক। পাশাপাশি ট্রলের শিকারও হয়েছেন তিনি। ঝিনুকের প্রেমিকাকে ‘রোগা’ উল্লেখ করে বডি শেমিংও করেছেন কেউ কেউ। তবে এগুলোতে মোটেও চিন্তিত নন এ জুটি। প্রেমটাই করে যাচ্ছেন মন দিয়ে।
এদিকে, নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে প্রেমিকাসহ ঝিনুকের অন্তরঙ্গ বেশ কয়েকটি ছবি। ছবিতে বিভিন্ন লুকে দেখা গেছে ঝিনুক এবং দামিনীকে। পার্টি থেকে শুরু করে একান্ত সময়ও কাটিয়েছেন তারা। যার প্রমাণ মিলল নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলো থেকেই।
ওদিকে, ছেলে যাই করুক তার পাশে থাকবেন বলে জানিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ঝিনুক কী মায়ের মতো অভিনয়ে আসবে? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় একটি গণমাধ্যমকে এ অভিনেত্রী বলেন, ‘ও এখন বাড়িতেই পড়াশোনা করছে। অনলাইনে ক্লাস করছে। ও একটু মিউজিক লাভার। মিউজক, র্যাপ এগুলো পছন্দ করে, সারাক্ষণ গান শোনে। ওর যেটা করতে ইচ্ছা করবে জীবনে ও সেটাই করবে। আর আমি সব সময় ওর পাশে থাকব।’