
কামরুল হাসান, কলারোয়া ব্যুরো: হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন কলারোয়ার জাতীয় পার্টি নেতা আশরাফ আলী (৬৯)। শুক্রবার বাদ জুম্মা পৌরসদরের তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরের জানাজা নামাজে শতশত মুসুল্লিদের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় জানানো হয় আপদ মস্তক ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত জাতীয় পার্টি নেতা আশরাফ আলীকে। জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের ভাগ্না বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মোঃ আতাউর রহমান। জানাজা নামাজ পূর্ব আলোচনায় বক্তব্য দেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আলিয়া মাদ্রাসার সদ্য অবসর প্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী, কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মুনসুর আলী। জানাজা নামাজ পরিচালনায় সহযোগিতা করেন মাওলানা ইউসুফ হোসেন ও মাওলানা ইসমাইল হোসেন। জানাজা নামাজ শেষে মরহুমের বড় ভাই প্রয়াত হোসেন আলী চেয়ারম্যানের কবরের পাশে সদ্য প্রয়াত আশরাফ আলীকে দাফন করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সরকারি সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকলের প্রিয় এই মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।