এস কে সিরাজ শ্যামনগর: শ্যামনগর হাসপাতালের এক্স -রে কার্যক্রমটি দীর্ঘদিন ধরে রয়েছে বন্ধ, সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে, পাঁচ বছর ধরে নেই কোন টেকনোশিয়ান, এ অবস্থা অব্যাহত ভাবে চলতে থাকলেও সমাধানের নেই কোন উদ্যোগ। সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলার চার লক্ষ মানুষের একমাত্র স্বাস্থ্যসেবা নিশ্চিতের ভরসা সরকারী শ্যামনগর হাসপাতালটি। শ্যামনগর পৌরসভার কাউন্সিলর দেলোয়ারা বেগম বলেন, সরকারি শ্যামনগর হাসপাতালের এক্স -রে মেশিনটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে, তাছাড়া ৫/৬ বছর ধরে কোন টেকনিশিয়ান নেই। প্রতিনিয়ত সাধারণ রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বিভিন্ন হয়রানির শিকার ও হতে হচ্ছে তাদের। সুন্দরবন উপকূলীয় গাবুরা এলাকার আবুল কাশেম মোড়ল চিকিৎসা নিতে এসে বলেন, আমার হাতে চোট লেগেছে, হাসপাতালে ডাক্তার দেখিয়েছি কিন্তু এক্স-রে করতে বাইরে যেতে হচ্ছে, আমার বয়স এখন ৭০ বছর, আমি সে ভাবে চলাফেরা করতে পারি না। হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোমেনা বেগম বলেন, বাইরে এক্স -রে করতে গেলে অনেক খরচ হয়, আমরা গরিব মানুষ টাকা পাব কোথায়। এ বিষয়ে শ্যামনগর উপজেলার রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ বলেন, শ্যামনগর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ইচ্ছা করলে বিষয়টি নিয়ে সমাধান করতে পারেন, আমরা শ্যামনগর বাঁসীর পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ও ব্যবস্থাপনা পরিচালনা কমিটির হস্তক্ষেপ কামনা করছি। এদিকে এ বিষয়ে কথা হয় শ্যামনগর হাসপাতালে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমানের সাথে, তিনি বলেন হাসপাতালের কোন অবকাঠামো না থাকায় মেশিনটি চালানো যাচ্ছে না, তাছাড়া আমি আসার আগ থেকেই দেখছি কোন টেকনিশিয়ান নেই।