নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি গঠন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টার সময় বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির ৯ জন নবনির্বাচিত অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের সমন্বয়ে সভাপতি এস.এম. রবিউল ইসলাম (রবি) কে নির্বাচন করা হয়।
সভাপতি পদে প্রতিদ্ব›দ্বীতা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ মনোনয়ন ফরম ছাড়েন। পরবর্তীতে এ পদে একজন প্রার্থী মনোনয়ন ফরম তোলায় বোর্ডের নিয়মানুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে শ্যামনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ রবিকে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সভাপতি এস.এম. রবিউল ইসলাম (রবি), সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক সদস্য অন্যান্য শিক্ষকমন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন।