
শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজে নব-নিযুক্ত অধ্যক্ষ, প্রফেসর ডক্টর এ,কে,এম আব্দুর রহমান অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিক ভাবে ১০ অক্টোবর রবিবার সকাল ৯ টায় যোগদান করেছেন। গত ০৭ অক্টোবর বৃহস্পতিবারে অনলাইনে তিনি যোগদানের কাজ সম্পন্ন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ভ‚তপূর্ব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল হোসেন ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক প্রতাপ কুমার রায়। এরপর নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মহোদয় শ্যামনগর উপজেলা পরিষদ চত্ত¡রে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করেন এবং পরবর্তীতে তিনি সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার এর নিজস্ব বাস ভবনে ফুলেলশুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।