জিয়াউর রহমান শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মৃত সাংবাদিকদের তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২আগস্ট) সন্ধ্যা ৭.৩০মিনিটে শ্যামনগরে নূর মার্কেটের দ্বিতীয় তালা শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয় এ সময় উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্যামনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ও থানা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ মুহাদ্দিস আব্দুল খালেক,আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক ডাঃ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক মোঃ রাজু আহমেদ, কোষাধ্যক্ষ রাইসুল মিথুন, সদস্য তোফাজ্জেল হোসেন,আবু আছা,হাবিবুল্লাহ বেলালী,নুরুল হুদা ফায়াজি, রাকিবুল হাসান,মেহেদী হাসান ত্যাগী,সাদী, পৌর সভার ৬ নং ওয়ার্সড বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহসিন আলম, যুবনেতা বাবলুর রহমান সহ আরো অনেকেই।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন,উপজেলা রিপোর্টার্স ক্লাব নিয়মিত রিপোর্টিং এর পাশা পাশি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছে, ইতিমধ্যে তারা সকল পেশার মানুষ আস্তা কুড়াতে সক্ষম হয়েছে, আমরা তাদের সকল কার্য্যক্রমে সহযোগিতা করতে চাই।সর্বশেষ হুজুরে মিলাদ শেষে সকল মৃত সাংবাদিকদের জন্য দোয়া করেন।ও দোয়া অনুষ্ঠানের শেষে সকলকে মিষ্টি মুখ করা হয়।