
জিয়াউর রহমান : শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে এক বর্ধিত সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনীক সম্পাদক গাজী গোলাম মোস্তফা বাংলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুপদ মৃধা, মুন্সীগঞ্জ ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক, উৎপল কুমার যোয়ারদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী আমিনুর রহমান,স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মিজানুর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জাতীর পিতার মৃত্যু বার্ষিক ১৫ আগষ্ট সুষ্ঠভাবে পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়।