আমজাদ হোসেন মিঠু: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্যামনগর উপজেলার দুটি ইউনিয়নের চারটি গ্রামের ভ্যান চালকদের নিয়ে গঠিত ভ্যান চালক কল্যাণ সমিতি ভূরুলিয়া, গোপালপুর, সোহালিয়া, বাদঘাটা ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ জুন ২০২২) বিকাল ৩ টায় পশু হাসপাতাল চত্বরে ১৭২ জন সদস্যদের মধ্যে ৭৯ জন ভ্যানে নেমপ্লেট বিশিষ্ট সদস্য ভোট প্রয়োগ করার কথা থাকলেও কেন্দ্রে উপস্থিতি হয়ে ভোট দিয়েছেন ৬৫ জন সদস্য এবং বাকি ১৪ জন অনুপস্থিত ছিলেন। এই নির্বাচনে পূর্বের সভাপতি আশরাফ আলী গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূনরায় সকলের সম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। বাকি দুটি পদে ভোট হয়েছে যথাক্রমে সাধারণ সম্পাদক পদে আব্দুল হাকিম বাবু ও শ্রী সন্ন্যাসী দাস, সাংগঠনিক সম্পাদক পদে আবু সাঈদ ও শ্রী অজিত মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল হামিদ বাবু ৩৭ ভোট ও সন্ন্যাসী দাস ২৮ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু সাঈদ ৫৩ ভোট ও অজিত মন্ডল ১২ ভোট পেয়েছেন।