সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার হরিনগর খাদ্য গুদাম, তৎসংলগ্ন মসজিদ ও বাজার রক্ষা ভেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় ফাটল ভয়াবহ রুপ নিয়ে মারাত্মক দূর্ঘটনা ঘটে সরকারি খাদ্য গুদাম ও হরিনগর বাজারের ৫শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধন হতে পারে। এর আগেও উক্ত স্থানে নদী ভরাটী বড় আয়তনের চর ছিলো। সেখানে বেশ কয়েকটি ঋষি পরিবারে বসবাস করত। একটু একটু করে ভাংতে ভাংতে একেবারেই সরকারি খাদ্য গুদামের দার পর্যন্ত পৌছে গেছে। বর্তমান যে ফাটলটি দেখা যাচ্ছে তা নেমে গেলেই নদীর পানি ঢুকে পড়বে হরিনগর খাদ্য গুদাম ও বাজারের ভিতরে। উক্ত স্থানটি তাৎক্ষনিক মেরামত বা সংষ্কার না করলে ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে শ্যামনগর উপজেলার আলোচিত হরিনগর বাজার। এব্যাপারে পাউবোর উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সবে মাত্র শুনলাম। অতি দ্রুতই ঘটনা স্থল পরির্দশন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।