জিয়াউর রহমান: শ্যামনগরে ভূরুলিয়া ইউনিয়নে চালিতাঘাটা ডি,এন,সি,ক্লাবের আয়েজনে গত শুক্রবার রাত ৮টায় নাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে চেয়ারম্যান মাওলানা ফারুক হোসাইনের সভাপতিত্বে ৮দলীয় ভূরুলিয়া আন্ত ইউনিয়ন ব্যাট মিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন। শ্যামনগর উপজেল ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ- উজ-জামান সাঈদ। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবুও ভূরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,জি, এম, লিয়াকত আলি। ও ভুরুলিয়া ইউয়িনের মেম্বার প্রাথীরা-১নং ওয়ার্ডের মোঃ আঃ অহেদ গাজী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আনারুল ইসলাম,২নং ওয়ার্ডের মোঃ মাসুদুর রহমান মাসুদ, মোঃ আলোমঈীর হোসেন, মোঃ আবু জাফর ও মোঃ রানা পারভেজ, অতিথিদের বক্তব্য শেষে প্রধান অতিথি খেলাটি উদ্ধোধন করেন। খেলা পরিচলনা করেন আতাউর রহমান, ও মিঠল। স্কোরার হিসাবে দায়িত্ব পালন করেন হামজা ও সোহাগ। সার্বিক আনুষ্ঠান পরিচলনা করেন মোঃ আজিবার রহমান, বাদশা, মিহীন, গোলাম আজ্জি, মামুন, বাবু, আশিক, তপন, হাবিবুর, রফিকুল ইসলাম বাচ্চু, নাহিদ, মুন্না, ওহিদুল সহ অনেকে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে। রানার্স আপজুটি অনন্তপুর গ্রামের মমিনুর ও ছালামকে পুরস্কার তুলে দেন মোঃ আজিবার রহমান ও বাদশা। চ্যাম্পিয়ন চালিতাঘাটা ডি এন সি কøাবে জুটি মিজানুর ও পলের হাতে পুরস্কার তুলে দেন সাতনদী পত্রিকার সংবাদিক মোঃ জিয়াউর রহমান সভাপতির বক্তব্য দিয়ে খেলা সমাপ্ত ঘোষনা দেন।