জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
শ্যামনগর উপজেলার খানপুরে শ্যামনগর ফিলিং স্টেশনে নানাবিধ অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
নাজমুল হাসান জানান, অভিযানকালে শ্যামনগর ফিলিং স্টেশনে প্রতি ৫ লিটার ডিজেলে ৪০ মিলিলিটার এবং প্রতি ৫ লিটার পেট্রোল ও অকটেনে ২০০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এসময় ওজনে কম দেওয়ার কারণে পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় পাম্পের মালিক শ্যামনগর সরকারি মহসিন কলেজের প্রভাষক মোঃ সিদ্দিকুল ইসলাম বকুল ও ম্যানেজার গা ঢাকা দেয়। স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, পাম্পের মালিক প্রভাষক মোঃ সিদ্দিকুল ইসলাম বকুল নিজেকে সবসময় অত্যন্ত সৎ ব্যবসায়ী হিসেবে দাবি করে থাকেন। কিন্তু বাস্তবে উল্টো।
মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।