
মোঃ আমজাদ হোসেন মিঠু,শ্যামনগরঃ শ্যামনগর পল্লীবিদ্যুতের ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ক্ষমতা বর্ধন (১০ এমভিএ হতে ২০ এমভিএ) শতভাগ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে রোববার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পল্লী বিদ্যুতের সাব স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ এস এম জগলুল হায়দার এমপি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পরেশ চন্দ্র মন্ডল, শ্যামনগরের এলাকা পরিচালক মোঃ কুদরত-ই-খোদা কচি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ সুমন, উপদেষ্টা গাজী সালাউদ্দিন বাপ্পি, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মিঠু প্রমুখ। সমগ্রর অনুষ্ঠানটি পরিচালনা করেন, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জিয়াউর রহমান।