শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার পদ্মপুকুরে ইউনিয়নে হঠাৎ সৃষ্ট ভাঙন পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। পরিদর্শন কালে তিনি পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর কপতাক্ষ নদীর ওয়াপদার বেড়ীবাঁধ নদী গর্ভে বসে গিয়ে ভাঙ্গন সৃষ্ট এলাকায় জনগনের সাথে নিয়ে বাঁধ নির্মাণের কাজে সহযোগীতা করেন। তিনি তাৎক্ষণিক ভাবে মেরামত কাজের সহযোগিতা হিসেবে ৫ টন গম ও ৫ টন চাউল প্রদান করেন। এসময় তিনি উদ্ধত্বন কর্তৃপক্ষে জরূরী পদক্ষেপ গ্রহনের জন্য সংস্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অভিহিত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এ্যাড এস এম আতাউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সংস্লিষ্ট ইউপি সদস্য হেদায়েতুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আজিজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল গফুর প্রমূখ।