শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগর উপজেলার রমজান নগর রায়নগর নৌ পুলিশ ফাঁড়ীর অভিযানে মঙ্গলবার( ৯ই আগষ্ট )২০২২ তারিখ দিবাগত রাত ২ টা ১৫ মিনিটে রায়নগর নৌ-পুলিশের ইনচার্জ তারক বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিত্বে সঙ্গীয় ফোস্ নিয়ে সুন্দরবনের কালীন্দী নদীর চর থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ টি ভারতীয় গরু একটি নৌকা উদ্ধার করে যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা এবং ২০ মিটার দৈঘ্য একটি কাঠের নৌকা যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা জব্দ করেন ৷
পরবর্তীতে গরুগুলো কালীগঞ্জ বসন্তপুর কাস্টমে হস্তান্তর করেন এবং নৌকাটি নৌ-পুলিশ সংলগ্ন অফিসের পাশে ছিদ্র করে ডুবিয়ে রাখা হয়েছে।উক্ত গরু ও নৌকা উদ্ধারের বিষয়ে রমজান নগর রায়নগর নৌ-পুলিশের ইনচার্জ তারক বিশ্বাস ঘটনার সত্যতা শিকার করেন।